速報APP / 圖書與參考資源 / সব রকম প্রাথমিক চিকিৎসা - First Aid for

সব রকম প্রাথমিক চিকিৎসা - First Aid for

價格:免費

更新日期:2018-11-23

檔案大小:4.1M

目前版本:1.0.3

版本需求:Android 4.1 以上版本

官方網站:mailto:lighterapps@gmail.com

Email:https://lighterapps.blogspot.com/2018/10/privacy-policy-this-privacy-policy.html

সব রকম প্রাথমিক চিকিৎসা - First Aid for you(圖1)-速報App

প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড (ইংরেজি: First aid) নির্দিষ্ট কোন ব্যক্তির শারীরিক অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে সাধারণ জ্ঞানের উপর নির্ভর করে অস্থায়ী চিকিৎসাবিশেষ। দূর্ঘটনাজনিত কোন কারণে আরো গুরুতর ক্ষতিগ্রস্ততা ও সঙ্কটাপন্ন হবার হাত থেকে রোগীকে বাঁচাতে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে। হয়তো মনের আনন্দে মাছ ভাজছিলেন। হঠাৎ গরম তেলের ছিটা এসে লাগল চোখে-মুখে-হাতে। অথবা ফুটফুটে সোনামণি দুরন্ত ছোটাছুটির মাঝে ভারসাম্য হারিয়ে পড়ে গেলো টেবিলের কোনায়। বয়ে গেলো রক্তের বন্যা। কিংবা বাথরুমে পা পিছলে ভেঙে গেলো শরীরের কোনো অংশ। এমন সব বিপদের সময় কিংকর্তব্যবিমূঢ় না হয়ে মাথা ঠাণ্ডা রেখে সামলানো যায় ছোটখাটো মেডিক্যাল ইমার্জেন্সি। বিজ্ঞানসম্মতভাবে ফার্স্ব এইড বা প্রাথমিক চিকিৎসা করতে পারলে বহুক্ষেত্রে জীবন বাঁচানো সম্ভব হয়। ঘরের মধ্যে ছোটখাটো ইমার্জেন্সির মধ্যে কেটে বা ছিলে যাওয়া, পুড়ে যাওয়া, পোকামাকড়ের কামড়, স্ট্রেইন বা মচকে যাওয়া ইত্যাদি অন্যতম। এ ছাড়া সাধারণ রোগের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, অ্যালার্জি ইত্যাদিা প্রাথমিক চিকিৎসা শুরু করা যায় বাড়িতেই। পরিবারের সব সদস্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য পরিকল্পনা করা উচিত। ছোটখাটো দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কতার পাশাপাশি ফার্স্ব এইড কিট বা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, হাসপাতালের জরুরি বিভাগের নম্বর, জরুরি অ্যাম্বুলেন্স নম্বর, পারিবারিক চিকিৎসকের ফোন ও সেলফোন নম্বর রাখা দরকার। এছাড়াও পরিবারের মাসিক বাজেটে স্বাস্থ্য খাতে কিছু বরাদ্দ থাকা উচিত। এগুলি বিপদকালে অনেক কাজে লাগে। এই অ্যাপটি কিছুটা হলেও এই সমস্যার সমাধান দিবে।

সব রকম প্রাথমিক চিকিৎসা - First Aid for you(圖2)-速報App

সব রকম প্রাথমিক চিকিৎসা - First Aid for you(圖3)-速報App